কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজেটে জনমুখী খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে বাসদের স্মারকলিপি

 স্টাফ রিপোর্টার | ৩ জুন ২০১৮, রবিবার, ৬:০০ | কিশোরগঞ্জ সদর 


আসন্ন বাজেটে জনমুখী খাতগুলোতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে বাসদ (মার্ক্সবাদী) মানববন্ধন শেষে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃষ্টি উপেক্ষা করে জেলা বাসদ নেতা আলাল মিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মানববন্ধন করেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে ৬ দফা দাবি জানিয়ে বলা হয়, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে তা খোদ কৃষকের হাতে পৌঁছাতে হবে। কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও পর্যাপ্ত হিমাগার স্থাপন করতে হবে। ভূমিহীন প্রান্তিক কৃষকদের জন্য শস্যবীমা, কৃষিবীমা, প্রাকৃতিক দুর্যোগবীমা চালু করতে হবে। পণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম বন্ধ করতে হবে। টিসিবিকে আরো সক্রিয় করতে হবে। কর্মসংস্থানসহ ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে। শক্তিশালী সরকারি স্বাস্থ্যসেবা খাত গড়ে তোলার লক্ষ্যে হাসপাতাল নির্মাণ ও চিকিৎসক নিয়োগে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জিডিপি’র অন্তত ৬ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর