কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চাকরি রাজস্ব খাতে নিতে আন্দোলনে ইটনার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা

 স্টাফ রিপোর্টার | ২০ জানুয়ারি ২০১৮, শনিবার, ৩:০৭ | ইটনা  


চাকরি রাজস্ব খাতে নেওয়ার একদফা দাবিতে ইটনায় অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্দেশনায় এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

উপজেলার ঝুড়কান্দি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আলমগীর ফরিদ বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে ২০১১ সালে প্রধানমন্ত্রী সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। পরবর্তীতে সেই ক্লিনিকগুলোতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে প্রকল্প ভিত্তিক নিয়োগ দেয়া হয়। প্রকল্প শেষ হলে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সিএইচসিপি পদে কর্মরতদের চাকরি রাজস্বকরণে চিঠি দেয়া হয়। এরপরেও আমাদের চাকরি রাজস্বকরণ হয়নি।

তিনি আরো বলেন, ‘চাকরি রাজস্বকরণের একদফা দাবি‘তে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা বিকেল ৩টা পর্যন্ত তিনদিন এ কর্মসূচি পালন করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর