কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার

 স্টাফ রিপোর্টার | ৪ জুন ২০১৮, সোমবার, ৮:৫৫ | অর্থ-বাণিজ্য 


কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উন্নয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

সেমিনারে অন্যদের মধ্যে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটো, সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

সেমিনারে রমজানে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর