বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফল বুধবার (২৯ মে) প্রকাশিত হয়েছে। এতে কিশোরগঞ্জ জেলা শহরের এনজেল প্রি-ক্যাডেট স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সামিহা তাবাসসুম।
কৃতী শিক্ষার্থী সামিহা তাবাসসুম এনজেল প্রি- ক্যাডেট স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হিসেবে একমাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তার পিতার নাম গাজী মহিবুর রহমান এবং মাতার নাম নূরুন্নাহার।
সামিহা তাবাসসুম গত বছর প্রথম শ্রেণিতেও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পেয়েছিলো। বর্তমানে সে একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করছে।
সামিহা পড়াশুনার পাশাপাশি ক্ল্যাসিকেল সঙ্গীতের তালিম নিচ্ছে।
বড় হয়ে সে একজন ভালো মানুষ হতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।