কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর | ৩ জুন ২০২৪, সোমবার, ৮:৩০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সঞ্চালনা করেন বিট অফিসার এসআই বিজয় হোসেন।

এতে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওপেন হাউজ ডে-তে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, চুরি ,ছিনতাই, ডাকাতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আলোকপাত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর