কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জেলা সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদ বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১২ জুন ২০২৪, বুধবার, ৫:৩৬ | রকমারি 


কিশোরগঞ্জে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় বিভিন্ন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২জুন) দুপুরে জেলা শহরের আলোরমেলা এলাকার গণগ্রন্থাগারের মিলনায়তনে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো, আজিজুল হক সুমন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. হাবিবুর রহমান এবং বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কোহিনূর আফজাল।

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি এবং মহিনন্দ ইতিহাস ও ইতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে অভিভাবকদের পক্ষে মনিরুজ্জামান মনির, পাঠকদের পক্ষে রাসেল আহমেদ জয় এবং প্রতিযোগিদের পক্ষে রেজায়ের রাব্বি, রীপা রানী দে ও মাও কামরুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো, আজিজুল হক সুমন জানান, জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর  জন্মদিন ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪, বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

এ সময় লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিজয়ীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর