কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর দুই বছর করে কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৫ জুন ২০১৮, মঙ্গলবার, ১২:৩৩ | অপরাধ 


কিশোরগঞ্জে আল মামুন সবুজ (৩৫), রুমেল মিয়া (৩৫) ও আব্দুল কাইয়ুম (৩২) নামের তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ সোমবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর নেতৃত্বে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

দণ্ডিত তিন মাদক ব্যবসায়ীর মধ্যে আল মামুন সবুজ হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে, রুমেল মিয়া একই উপজেলার ঢেকিয়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে এবং আব্দুল কাইয়ুম কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মৃত আব্দুল গনি মিয়ার ছেলে।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, ১০০ পিস ইয়াবাসহ আল মামুন সবুজ, রুমেল মিয়া ও আব্দুল কাইয়ুম নামের তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর