কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কালীবাড়ি থেকে একরামপুর সড়ক প্রশস্ত করা হবে: মেয়র পারভেজ

 স্টাফ রিপোর্টার | ১ জুলাই ২০২৪, সোমবার, ৯:১৭ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। এ লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলেছে বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (১ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মেয়র পারভেজ এ কথা জানান। দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া আনুষ্ঠানিকভাবে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ১১১ কোটি ২৬ লাখ ১৬ হাজার ২০৩ টাকার বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, শহর অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং তথ্যপ্রযুক্তি এবং আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের আয় ধরা হয়েছে ২১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৭৫৭ টাকা, পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৮৬৩ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা আয় ধরা হয়েছে।

১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫৪৪ টাকা উদ্বৃত্ত দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩২৩ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, মাহমুদা আক্তার ও মুনতাহা আক্তার শাওন, পৌর কাউন্সিলর ইসমাঈল হোসেন ইদু, মো. সুলতান মিয়া ও মো. মতিউর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির বাপ্পী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর