কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বিদ্যানিকেতন ইংলিশ ও বাংলা ভার্সন স্কুলে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনীর আয়োজন করেছে। গত ১০-১১ জুলাই এ ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শিত হয়।
পুঁথিগত জ্ঞানের সমান্তরালে গচিহাটা বিদ্যানিকেতন এর শিক্ষার্থীদের নিকট বিজ্ঞানকে শিক্ষণীয় ও আকর্ষণীয়ভাবে উপভোগ্য করে তোলা এবং বিজ্ঞান শিক্ষার প্রতি ক্রমাগত আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ মিউজিয়াম বাস ও মুভি বাসের সাহায্যে বিজ্ঞান প্রদর্শনী এবং টেলিস্কোপের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এস. এম. আবু হান্নান।
এতে আরো উপস্থিত ছিলেন গচিহাটা বিদ্যানিকেতন এর প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মে বিলকিস কবীর, সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান মানিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুই দিনব্যাপী প্রদর্শনীতে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী, ফাইভ ডি মুভি প্রদর্শন, বিজ্ঞান বিষয়ক বক্তৃতা, দূরবীনে মহাকাশ পর্যবেক্ষণ, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রদর্শন ছাড়াও রাতে দুরবীনের সাহয্যে স্থানীয় জনগণ মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ পায়।
এ ধরনের একটি ব্যতিক্রমধর্মী আয়োজনে গচিহাটা এবং কটিয়াদী উপজেলার বিভিন্ন স্কুল ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।