নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা কামরুল হাসান, নার্সিং ইনচার্জ রিক্তোন্নেছাসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন। দাবি মানা না হলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনে যাবেন বলেও তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারজানা আহমেদ, নার্সিং সুপারভাইজার রোজিনা আক্তার, নার্সিং কর্মকর্তা দীপংকর ঘোষ, আল-আমিন, মাজহারুল ইসলাম, জাহিদুল হক, আমিনুল ইসলাম, রাসেল মিয়া, সুমি আক্তার, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর আলম প্রমুখসহ নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।