কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, আমরা সবাই হাওরে মুক্ত বাতাসে ঘুরতে চাই। নির্ভেজাল বাতাসের মত এই এলাকার মানুষ। ভয়হীন স্বাধীন বাংলাদেশে আমরা সবাই একসাথে বসবাস করব।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে নিকলীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফৌজিয়া খান এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, বিগত বছরে যেভাবে আপনারা দুর্গাপূজা পালন করেছেন, এ বছরও তার চেয়ে বেশি আনন্দের সাথে করবেন। এ জন্যেই প্রস্তুতি। আমরা সবাই মিলে করবো।
জেলা প্রশাসক আরো বলেন, এখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কোন কথা নেই। এ দেশ আপনার আমার সবার। আমরা এ দেশের নাগরিক। মহান মুক্তিযুদ্ধে সবাই যুদ্ধ করেছে, তখন কিন্তু ধর্ম-বর্ণ ছিলো না।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর মেজর মো. জুনায়েদ খাঁন, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।