হুফফাযুল কুরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম সু-শৃঙ্খলভাবে পরিচালনার জন্য এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে জামিয়া দারুস সালাম আলইসলামিয়া মৃগা এর মুহতামিম হাফেয মাওলানা মুহিব্বুল্লাহ সভাপতি ও বর্শিকুড়া মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা নুরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ইটনা পশ্চিমগ্রাম আমিনিয়া মাদরাসায় হুফফাযুল কুরআন ফাউন্ডেশন ইটনা উপজেলা শাখার এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ইটনা পূর্বগ্রাম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মঞ্জুরুল হক, থানেশ্বর মাদরাসার মুহতামিম হাফেয মাও. মুহিব্বুল্লাহ, নুরুন্নাহার হাফিজিয়া মাদরাসা থানেশ্বর এর মুহতামিম হাফেয মাও. ফরহাদ উদ্দীন, সিদ্দিকিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেয মাযহারুল ইসলাম, কেরুলা মাদরাসা চৌগাংগার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ছাড়াও বিভিন্ন মাদরাসার শিক্ষক ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
সভায় কমিটি গঠন করা ছাড়াও আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য হিফযুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়নের সার্বিক ব্যবস্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।