ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে
বিলুপ্ত না করে চলমান ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ইউপি সদস্যরা।
রবিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়নের ইউপি সদস্যরা বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কিশোরগঞ্জ জেলার ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি হস্তান্তর করেন।
কর্মসূচিতে জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলাম অপু নেতৃত্ব দেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়ন পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম, কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের সদস্য জহিরুল ইসলাম ও জাহিদুল ইসলাম, মারিয়া ইউনিয়নের সদস্য ছিদ্দিক মিয়া, বিন্নাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা. রুনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইউপি সদস্যগণ কোন ধরনের দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। সরকারের স্থানীয় উন্নয়নমূলক কাজ প্রান্তিক জনসাধারণকে নিয়ে তারাই বাস্তবায়ন করেন। দিন নেই, রাত নেই স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারণ মানুষকে তারা সেবা দিয়ে থাকেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইউপি সদস্যরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।
এ রকম পরিস্থিতিতে চলমান ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা হলে তৃণমূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির মধ্যে পড়বেন। এতে করে বর্তমান অন্তবর্তীকালীন সরকার নতুন করে আরো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়বে।
বর্তমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত এবং ইউপি সদস্যদের অপসারণ করা হলে এটি অন্যায় হবে উল্লেখ করে বক্তারা এ রকম পদক্ষেপ নেয়া হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন।