কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় বিজয় উৎসব মঙ্গলবার, মঞ্চ মাতাবেন সালমা, আশিক ও শাহনাজ বাবু

 স্টাফ রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:৫১ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মহান স্বাধীনতার ৫৪তম বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কারণে বিজয় উৎসব পূর্বনির্ধারিত সোমবার (২৩ ডিসেম্বর) এর পরিবর্তে এক দিন পিছিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) করা হয়েছে।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিজয় উৎসব এক দিন পেছানো হয়েছে। ইটনা কলেজ মাঠে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় বিজয় উৎসব শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।

এদিকে বিজয় উৎসবকে ঘিরে হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাসমূহের জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উৎসবকে সফল করার লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকা- ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

হাওর এলাকার অন্তত ৫০ হাজার মানুষের পদচারণায় উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন। বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উৎসব উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, মো. আমিরুজ্জামান, মো. রুহুল হোসাইন, এডভোকেট উম্মে কুলসুম রেখা, মো. জাহাঙ্গীর আলম মোল্লা, এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এডভোকেট জালাল উদ্দিন ও এডভোকেট মো. শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।

সন্ধ্যায় উৎসবের সাংস্কৃতিক পর্ব শুরু হবে। এতে কণ্ঠশিল্পী সালমা, আশিক ও শাহনাজ বাবুসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

এ ব্যাপারে ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন বলেন, অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করে আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। আশা করছি, অন্তত ৫০ হাজার মানুষ উৎসবে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক অভূতপূর্ব মিলনমেলা ঘটবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর