তারুণ্যের উৎসব উপলক্ষে কিশোরগঞ্জে তিনদিনের 'লোকনাট্য সমারোহ' শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় জুলাই বিপ্লবে শহিদদের মাগফেরাত ও আহতদের প্রতি সম্মান জানানো হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এর আয়োজন করেছে।
উৎসবের প্রথম দিনে পালাকার ইসলাম উদ্দিনের পরিবেশনায় লোকনাট্য 'কমলা রানীর সাগরদিঘী' মঞ্চস্থ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান।
জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখসহ বিপুল সংখ্যক সংস্কৃতি অনুরাগী উদ্বোধনী দিনের পরিবেশনা উপভোগ করেন।
'লোকনাট্য সমারোহ' এর দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় একই মঞ্চে পরিবেশিত হবে যাত্রাপালা 'বেদের মেয়ে জোসনা' ও জারি গান।
এছাড়া শেষ দিন শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশিত হবে লাঠি খেলা। এরপর মঞ্চস্থ হবে কিচ্ছাগান 'জাহাঙ্গীর বাদশা' ও 'আলফিনা সুন্দরী'।