kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা, নেতৃত্বে বাহার-সুমন স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০১৮, বুধবার, ৮:০০ | রাজনীতি 


যুবদলের পর এবার ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি। নব গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি মো. বাহার মিয়াকে সভাপতি ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আবু নাসের সুমন পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বুধবার (৬ জুন) পাঁচ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাকিলুর রহমান সিকদার নিশু সিনিয়র সহ-সভাপতি, মো. মামুন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা শহিদুল্লাহ কায়সার পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ