কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে পল্লী সঞ্চয় ব্যাংক ভবন উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২০ জানুয়ারি ২০১৮, শনিবার, ৫:৫১ | মিঠামইন 


প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক’ এর নবনির্মিত ভবন উদ্বোধন এবং প্রকল্পের আওতায় মিঠামইন উপজেলায় গ্রাম উন্নয়ন সমিতির সুবিধাভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক’ এর নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

পরে প্রকল্পের আওতায় মিঠামইন উপজেলায় গ্রাম উন্নয়ন সমিতির সুবিধাভোগীদের মাঝে তিনি ঋণ বিতরণ করেন।

উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি।

এতে প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস শাহীদ ভূইয়া বক্তৃতায় করেন।

এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফ কামালসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর