কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 কটিয়াদী প্রতিনিধি | ৭ জানুয়ারি ২০১৮, রবিবার, ৮:০২ | খেলাধুলা 


কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার বনগ্রাম ও মুমুরদিয়া ইউনিয়নের (নাগেরগ্রাম ও মুমুরদিয়া গ্রামের) সংযোগস্থল "পুরুষবধিয়া" বিল এলাকায় এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় ঘোড়দৌড় শুরু হয়।

বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. কামরুজ্জামান জামান।

প্রতিযোগিতা উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা যুবলীগ সভাপতি মো. শারফুল কাদের মনি।

মোট ৩টি ক্যাটাগোরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকের মো. বকুল মিয়ার ঘোড়া প্রথম স্থান অর্জন করে। পরে বিজয়ীর হাতে  ২২ ইঞ্চি এলইডি রঙ্গিন টেলিভিশন তুলে দেয়া হয়।

এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগিতাস্থলে লাখো দর্শকের সমাগম ঘটে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর