kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

বিশ্বকাপ থিম সংয়ের ভিডিও প্রকাশ


 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৮ জুন ২০১৮, শুক্রবার, ১০:৪০ | বিশ্বকাপ ফুটবল ২০১৮ 


রাশিয়া বিশ্বকাপ এখন দুয়ারে। ১৪ই জুন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল আসর। রাশিয়ায় এই বিশ্বকাপের পর্দা নামবে ১৫ই জুলাই ফাইনালের মধ্য দিয়ে। এবারের বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ভিডিও রিলিজ দিয়েছে ফিফা।

‘লিভ ইট আপ’ নামে গানটিতে উইল স্মিথের সাথে গানে কণ্ঠ দিয়েছেন পপস্টার নিকি জ্যাম আর এরা এস্ত্রাফি। কিছুদিন আগে ফিফা গানটির অডিও রিলিজ দেয়ার এবার রিলিজ দেয়া হল গানটির ভিডিও।

বিশ্বকাপের গান হওয়ায় বিশ্বকাপকে কেন্দ্র করেই পুরো ভিডিও সাজানো হয়েছে। আর চমক হিসেবে গানে কেমিও দিয়েছেন ২০০২ বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের সুপারস্টার রোনালদিনহো আর সাথে তিন শিল্পী তো থাকছেনই।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ