কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের ইফতার

 স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০১৮, শনিবার, ১:০৮ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মাছরাঙা রেস্টোরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান।

আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিআরডিবি’র সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, বিআরডিবি’র উপপরিচালক মো. হাফিজুর রহমান ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল প্রমুখ।

ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে হাওর অঞ্চলবাসী কিশোরগঞ্জ এর প্রধান সমন্বয়ক আলহাজ মো. মেহের উদ্দিন, মিঠামইনের সমন্বয়ক এম এ হালিম তালুকদার, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সদস্য সচিব ডা. মো. মোবারক হোসেন খান, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা শফিউল আলম, মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ছিদ্দিক হোসাইন, এইচ এম মোস্তফা জামান, সহ-সভাপতি মো. মোতাহের হোসেন, সহ-সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ আলী সোহান, সাংস্কৃতিক সম্পাদক বেতার ও টিভি শিল্লী মাসুদুর রহমান আকিল, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার বিউটি, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, শিল্লী কায়েস, মো. রেহান উদ্দিন, সাংবাদিক হাবীবুর রহমান লিটন, শেখ আবুল মনসুর লনু, শামছুল মালেক চৌধুরী লিটন, শিল্পী মাহফুজ আহমেদ, কবি আল মো. মোস্তাফা, কবি মাহবুবুর রহমান, মাহফুজুর রহমান, ডা. মোহাম্মদ হীরা মিয়া, রাফি পূর্ণ, মুক্তা, মিলি, চাঁদনী আক্তার, অলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ আয়োজনে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পদক এমদাদুল্লাহ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর