kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কটিয়াদীতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু কটিয়াদী প্রতিনিধি | ৯ জুন ২০১৮, শনিবার, ১১:৫৪ | কটিয়াদী 


কটিয়াদীতে পার্শ্ববর্তী গ্রামের নানার বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে তানজিদা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুন) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম চারিপাড়া এলাকায় বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে।

নিহত তানজিদা আক্তার পশ্চিম চারিপাড়া গ্রামের মো. সাহাবুদ্দিনের কন্যা।

এলাকাবাসী জানান, তানজিদা আক্তার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঝড়বৃষ্টি হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয়।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ