কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রঙ মেশানো ভেজাল সেমাই তৈরির দায়ে দুই ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০১৮, শনিবার, ৫:২৭ | ভৈরব 


বিএসটিআই এর অনুমোদন ছাড়া সেমাই প্রস্তুত ও বাজারজাতকরণ, সেমাইয়ে অখাদ্য রঙ মেশানো, খারাপ তেল ব্যবহার, সেমাই প্রস্তুতকারী শ্রমিকদের গ্লাভস ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করা ইত্যাদি অপরাধে ভৈরবে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এই ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভৈরবের নন্দন ফুড প্রডাক্টসের মালিক ভৈরবপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে মো. রুস্তম আলী (৬২) এবং জুনায়েদ ফুডস এর মালিক কমলপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৬০) কে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ।

এ সময় কিশোরগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর