কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাংলাদেশ মেডিক্যাল কলেজের চেয়ারম্যান হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান ডা. দীন মোহাম্মদ নূরুল হক

 স্টাফ রিপোর্টার | ১০ জুন ২০১৮, রবিবার, ৮:১১ | পাকুন্দিয়া  


বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হসপিটাল এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়ার কৃতি সন্তান প্রফেসর ডা. দীন মোহাম্মদ নূরুল হক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. দীন মোহাম্মদ নূরুল হক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অবসরে গেছেন।

বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটাল দেশের সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজ। রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় এর যাত্রা শুরু হয় ১৯৮৬ সালের ২৪ এপ্রিল এবং ক্লাস শুরু হয় ওই বছরের ১ জুলাই। প্রতিষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল স্টাডি এন্ড রিসার্চ ইন্সটিটিউট (বিএমএসআরআই)। এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা।

বাংলাদেশ মেডিকেল কলেজ ১৯৮৮ সালের ১০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর