কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাল নোট ও সরঞ্জামসহ র‌্যাবের হাতে চক্রের সদস্য গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১১ জুন ২০১৮, সোমবার, ২:২৪ | অপরাধ 


নিকলীতে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সুমন আহাম্মদ (২০) নামে জাল নোট চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আলিয়াপাড়া বড়কান্দা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় আটক হওয়া সুমন আহাম্মদের কাছ থেকে ১৬টি একশত টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট ছাপানোর কাজে ব্যবহৃত কালার প্রিন্টার উদ্ধার করা হয়। আটক হওয়া সুমন আহাম্মদ করিমগঞ্জ উপজেলার দড়ি গাংগাটিয়া গ্রামের মহরম আলীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (কোম্পানী অধিনায়ক) লে. এম শোভন খান, (এস), বিএন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চক্রের জাল টাকা তৈরি ও বাজারজাত করার চেষ্টার গোপন সংবাদে রোববার সন্ধ্যায় নিকলী উপজেলার আলিয়াপাড়া বড়কান্দা এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জাল নোট চক্রের সক্রিয় সদস্য সুমন আহাম্মদকে ছাপানো জাল নোট ও জাল নোট ছাপানোর কাজে ব্যবহৃত কালার প্রিন্টারসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর