কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সরকারি চাকুরিজীবী কল্যাণ ফোরামের সাধারণ সভা

 স্টাফ রিপোর্টার | ২০ জানুয়ারি ২০১৮, শনিবার, ১১:৩৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সরকারি চাকুরিজীবী কল্যাণ ফোরামের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন। শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকার উবাই পার্কে অনুষ্ঠিত এই সাধারণ সভা ও বনভোজন জেলার প্রায় চার শতাধিক সরকারি চাকুরিজীবীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। আনন্দ আড্ডা আর বিনোদনে সবাই মেতে ওঠেছিলেন প্রাণের উচ্ছ্বাসে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. আবুল হোসেন ভূইয়া। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল। প্রধান আলোচক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উৃদ্দিন।

সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সরকারি চাকুরিজীবী ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আহম্মদ খান। বক্তব্য রাখেন ফোরামের ভাইস চেয়ারম্যান আ.স.ম গোলাম রব্বানী, ডা. মো. খলিলুর রহমান, নাট্যকার মো. আতাউর রহমান খান মিলন, শহর সমবায় সমিতির সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিন, নারী নেত্রী বিলকিছ বেগম, এম এ হালিম তালুকদার প্রমুখ।

দিনভর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও র‌্যাফেল ড্রতে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর