কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দরিদ্রদের মাঝে টুসু সাংস্কৃতিক একাডেমির ঈদ বস্ত্র বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৫ জুন ২০১৮, শুক্রবার, ৪:৫৭ | কিশোরগঞ্জ সদর 


‘টুসু সাংস্কৃতিক একাডেমি’ নামে নবীন একটি সংগঠন কিশোরগঞ্জ শহরের দরিদ্রদের মাঝে নতুন ঈদ বস্ত্র বিতরণ করেছে। শ্রক্রবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে ২৩৪ জন দরিদ্র নারী, পুরুষ ও শিশুর হাতে নতুন শাড়ি, লুঙ্গি ও জামা তুলে দেয়া হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা  কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ সচিব তরফদার মো. আক্তার জামীল, টুসু সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা ডা. হোসনা বেগম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, সাংস্কৃতিক একাডেমির কর্মকর্তা আসলামুল হক আসলাম, আব্দুল্লাহ আল মামুন পলাশ ও এবিএম হামিদুল হক মুকুলসহ অন্যান্য সদস্য উপস্থিত থেকে এসব বস্ত্র বিতরণ করেন।

এসময় তারা এ সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরো ব্যাপক পরিসরে বস্ত্র বিতরণসহ হিতকর কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর