কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আর্জেন্টিনার পর এবার হোঁচট খেল ব্রাজিল

 স্টাফ রিপোর্টার | ১৮ জুন ২০১৮, সোমবার, ১২:৫৭ | বিশ্বকাপ ফুটবল ’১৮/ ক্রিকেট বিশ্বকাপ ‘১৯ 


শুরুর ম্যাচে আর্জেন্টিনার পর এবার হোঁচট খেলো ফেভারিট ব্রাজিল। রাশিয়ার রস্তভ অন ডনে অনুষ্ঠিত ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রোববার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধে কুতিনহোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় সমতা আনেন সুইজারল্যান্ডের স্তেভেন জুবার।

ম্যাচ শুরু হওয়ার পর ২০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যান কুতিনহো। ডি-বক্সের বামদিকে বল পেয়ে ডান দিকে সামান্য এগিয়ে বক্সের বাইরে থেকেই কুতিনহোর নেয়া জোরালো শট লক্ষ্যভেদ করে। গোলবারের ডানদিক ঘেঁষে বল চলে যায় সুইজারল্যান্ডের জালে। কুতিনহোর এই গোলে প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০মিনিটের সময় দারুণ এক হেডে ম্যাচে সমতা আনেন সুইজারল্যান্ডের স্তেভেন জুবার।

১-১ গোলে সমতার পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা বাড়লেও কোন দলই আর গোলের দেখা পায়নি। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে ড্র মেনে দুই দল মাঠ ছাড়ে।

ব্রাজিল একাদশ:
আলিসন, দানিলো, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস।

সুইজারল্যান্ড একাদশ:
ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর