কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন উপপরিচালক ডা. সুলতানা রাজিয়া

 স্টাফ রিপোর্টার | ১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৬:৫০ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) (উপপরিচালক সমমান) পদে নরসিংদীর সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়াকে পদায়ন করা হয়েছে। এছাড়া বর্তমান উপপরিচালক ডা. মোহাম্মদ গোলাম মওলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

১৮ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার-২) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি/পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

কিশোরগঞ্জের সন্তান ডা. সুলতানা রাজিয়া ২০১৬ সালের ১৯শে সেপ্টেম্বর থেকে সিভিল সার্জন হিসেবে নরসিংদী জেলার স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন। অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে সেখানে দায়িত্বপালনের সময় তিনি জাতীয়ভাবে পুরস্কৃতও হয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর