কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২০ জুন ২০১৮, বুধবার, ১২:৪৮ | বিশ্বকাপ ফুটবল ’১৮/ ক্রিকেট বিশ্বকাপ ‘১৯ 


২১ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। সংবাদমাধ্যমকে এমন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদো।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার জন্য এই ড্র মূলত হারের স্বাদ। এমন অবস্থায় আর্জেন্টিনা দলে পরিবর্তন অনুমিতই ছিল এবং সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ম্যাচেই দলে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি।

মঙ্গলবার (১৯ জুন) সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদো বলেন, ‘হ্যাঁ, আমরা বিভিন্ন পদ্ধতিতে কাজ করেছি। উইংয়ে কিংবা মাঝখানে পাঁচজনের একটি লাইন বানিয়েছি আমরা। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু দরকার হয় এবং তা যদি পাঁচজনের লাইন হয়, তাহলে আমরা এটিই করবো। যদি এটা চারজনের লাইন হয়, তবে তাই করবো। তবে কিভাবে খেলবো তা ঠিক করার জন্য আমাদের হাতে সময় আছে।’

পরের ম্যাচে যে বড় পরিবর্তন আসছে, সেটা বোঝা যায় আলবিসেলেস্তেদের ট্রেনিং সেশনেই। পরিবর্তিত দল নিয়েই অনুশীলন চালাতে দেখা গেছে সাম্পাওলিকে। তার নতুন দলে সেন্ট্রাল ডিফেন্ডার তিনজন। নিকোলাস ওতামেন্ডিকে সঙ্গ দেবেন নিকোলাস তাগিলাফিকো এবং গ্যাব্রিয়েল মার্কাদো। প্রথম ম্যাচে মার্কোস রোহোর বাজে পারফরম্যান্সের কারণে তাকে এই দলে রাখা হয়নি।

অন্যদিকে গত ম্যাচে খেলা অ্যাংগেল ডি মারিয়া এবং লুকাস বিলিয়াকেও একাদশের বাইরে রাখছেন সাম্পাওলি। তাদের জায়গায় উইংব্যাক হিসেবে খেলতে পারেন মার্কোস আকুনা এবং এদুয়ার্দো সালভিও। দলে ঢুকতে পারেন ক্রিশ্চিয়ান পাভন। ডিফেন্সিভ মিডফিল্ডে যথারীতি থাকছেন হাভিয়ের মাসচেরানো।

আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের হতাশা ভুলে জয়ের রাস্তা চিনতে চায় আর্জেন্টিনা। আর এই লক্ষেই কৌশল বাতলে চলেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর