www.kishoreganjnews.com

প্রতিবন্ধী শিশুদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ[ স্টাফ রিপোর্টার | ৪ ডিসেম্বর ২০১৭, সোমবার, ৬:৫৪ | কিশোরগঞ্জ ]


বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। সোমবার দুপুরে তিনি জেলা সদরের রাকুয়াইল এলাকায় সুইড বাংলাদেশ পরিচালিত বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ১২০ শিশুর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এ উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মায়া ভৌমিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানা চৌধুরীর পরিচালনায় এতে অন্যদের মধ্যে বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, আব্দুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক এসব শিশুদের জন্য অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপ্রণোদিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com