কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন

 স্টাফ রিপোর্টার | ২৩ জুন ২০১৮, শনিবার, ৯:০৪ | কিশোরগঞ্জ সদর 


বর্ণাঢ্য র‌্যালি, প্রদর্শনী মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে দিবসটি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের প্রদর্শনী মেলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইফুল আলম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া, সদরের ইউএনও মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান প্রমুখ বক্তৃতা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর