kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে মাদকবিরোধী র‌্যালি আলোচনা স্টাফ রিপোর্টার | ২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ৬:৩১ | ভিডিও খবর  


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাবিব তৌফিক ইমাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাইদ, জেল সুপার বজলুর রশিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবর

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮, ০১৮৪১ ৮১৫৫০০
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ