www.kishoreganjnews.com

জেলা প্রশাসককে সঠিক মাপের জাতীয় পতাকা হস্তান্তর[ স্টাফ রিপোর্টার | ৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৫:২৯ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জে ‘সমাজ ও পরিবেশ উন্নয়ন সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠন মহান বিজয় দিবসে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলনের জন্য জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের কাছে সঠিক মাপ ও রঙের ৪০টি জাতীয় পতাকা হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে এসব পতাকা তুলে দেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. শেতাফুল ইসলাম, পরিবেশ সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘সমাজ ও পরিবেশ উন্নয়ন সংস্থা’ নামের সামাজিক সংগঠনটি দীর্ঘদিন ধরে জাতীয় পতাকা নিয়ে কাজ করছে।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com