কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলা পরিষদে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৭ জুন ২০১৮, বুধবার, ৩:৩৬ | ভিডিও খবর  


কিশোরগঞ্জ জেলা পরিষদে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এই কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া।

এ সময় অন্যদের মাঝে বাংলা টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঞা রিপন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সানোয়ার হোসেন রুবেল, মির্জা সুলায়মান, অ্যাডভোকেট আবুল কাউসার খান মিল্কী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে ৫৫ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক এই কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে প্রতিবছর দুস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে  ৩শ’ মহিলাকে কম্পিউটার ও আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর