কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শেষ ১৬’র লড়াইয়ে কার সঙ্গে কখন কার ম্যাচ (বাংলাদেশ সময়ে)

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২৮ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৫:০৭ | বিশ্বকাপ ফুটবল ’১৮/ ক্রিকেট বিশ্বকাপ ‘১৯ 


১৪ই জুন থেকে শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচ শেষে রাউন্ড অফ সিক্সটিন এর লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। একদিনের বিরতি দিয়ে ৩০শে জুন (শনিবার) থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ সিক্সটিন পর্ব। আগামী ১৫ই জুলাই পর্দা নামবে বিশ্বকাপ ফুটবলের এই মহারণের। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাশিয়ার সবচেয়ে বড় মস্কোর ঐতিহ্যবাহী লুজনিকি স্টেডিয়ামে।

এর আগে দেখে নেয়া যাক রাউন্ড অব সিক্সটিন ও পরবর্তী ম্যাচ সমূহের লাইনআপ ও সময়সূচী (বাংলাদেশ সময়ে)।

রাউন্ড অফ সিক্সটিন:
ম্যাচ-৪৯. ৩০ জুন (শনিবার-রাত ৮টা): ফ্রান্স (সি ১) – আর্জেন্টিনা (ডি ২)

ম্যাচ-৫০. ৩০ জুন (শনিবার-রাত ১২টা): উরুগুয়ে (এ ১) – পর্তুগাল (বি ২)

ম্যাচ-৫১. ১ জুলাই (রবিবার-রাত ৮টা): স্পেন (বি ১) – রাশিয়া (এ ২)

ম্যাচ-৫২. ১ জুলাই (রবিবার-রাত ১২টা): ক্রোয়েশিয়া (ডি ১) – ডেনমার্ক (সি ২)

ম্যাচ-৫৩. ২ জুলাই (সোমবার-রাত ৮টা): ব্রাজিল (ই ১) – মেক্সিকো (এফ ২)

ম্যাচ-৫৪. ২ জুলাই (সোমবার-রাত ১২টা): বেলজিয়াম (জি ১) – জাপান (এইচ ২)

ম্যাচ-৫৫. ৩ জুলাই (মঙ্গলবার-রাত ৮টা): সুইডেন (এফ ১) – সুইজারল্যান্ড (ই ২)

ম্যাচ-৫৬. ৩ জুলাই (মঙ্গলবার-রাত ১২টা): কলম্বিয়া (এইচ ১) – ইংল্যান্ড (জি ২)।

কোয়ার্টার ফাইনাল:
ম্যাচ-৫৭. ৬ জুলাই: ৩০ জুন বিজয়ী দুই দল (ম্যাচ ৪৯– ম্যাচ ৫০ এর জয়ী (রাত ৮টা)

ম্যাচ-৫৮. ৬ জুলাই: ২ জুলাই বিজয়ী দুই দল (ম্যাচ ৫৩– ম্যাচ ৫৪ এর জয়ী) (রাত ১২টা)

ম্যাচ-৫৯. ৭ জুলাই: ৩ জুলাই বিজয়ী দুই দল (ম্যাচ ৫৫– ম্যাচ ৫৬ এর জয়ী) (রাত ৮টা)

ম্যাচ-৬০. ৭ জুলাই: ১ জুলাই বিজয়ী দুই দল (ম্যাচ ৫১– ম্যাচ ৫২ এর জয়ী) রাত ১২টা।

সেমি ফাইনাল:
ম্যাচ-৬১. ১০ জুলাই: ৬ জুলাই বিজয়ী দুই দল (ম্যাচ ৫৭– ম্যাচ ৫৮ এর জয়ী) রাত ১২টা

ম্যাচ-৬২. ১১ জুলাই: ৭ জুলাই বিজয়ী দুই দল (ম্যাচ ৫৯– ম্যাচ ৬০ এর জয়ী) রাত ১২টা।

তৃতীয় স্থান নির্ধারণী:
ম্যাচ-৬৩. ১৪ জুলাই: ম্যাচ ৬১ এর পরাজিত – ম্যাচ ৬২ এর পরাজিত (রাত ৮টা)।

ফাইনাল: ১৫ জুলাই (রাত ৯টা)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর