কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভোরের আলো সাহিত্য আসরের সাহিত্য সভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৩০ জুন ২০১৮, শনিবার, ১২:২৮ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৪৯৫তম সাপ্তাহিক সাহিত্য সভা শুক্রবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইতিহাসবিদ প্রাবন্ধিক ও গবেষক অধ্যক্ষ (অব.) প্রিন্স রফিক খান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা। সাহিত্য সভায় বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা কবি মো. নিজাম উদ্দিন প্রধান অতিথি এবং সত্তর দশকের প্রধান কবি আশুতোষ ভৌমিক প্রধান আলোচক ছিলেন।

ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর উপস্থাপনায় সাহিত্য সভায় আসরের পৃষ্টপোষক শফিউল আলম, উপদেষ্টা আলহাজ্ব মো. মেহের উদ্দিন, সমন্বয়কারী ডা. মো. মোবারক হোসেন খান, সহ-সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, নারী বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার বিউটি, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, সদস্য হুমায়ন কবির রেহান, জহিরুল ইসলাম রুবেল, কবি মাহফুজুর রহমান, কবি আল আমিন, কবি মো. আল মোহাম্মদ মোস্তফা, মো. খায়রুল ইসলাম, মো. ইকবাল, মাহমুদুর রহমান প্রমুখ অংশ নেন।

আসরে উপস্থিত কবি সাহিত্যিকগণ স্বরচিত কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন এবং শিল্পীরা গান পরিবেশন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর