kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে ঝুট গুদামে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকা ক্ষতি স্টাফ রিপোর্টার | ২ জুলাই ২০১৮, সোমবার, ১২:১৫ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ শহরের তিনটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। শনিবার (৩০ জুন) রাত ৯টার দিকে শহরের করগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন স্টেশন রোডে মনিরুজ্জামান বুলবুলের ঝুট ও তুলার মেশিন ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই পাশে বুলবুলের বিশাল ঝুট গুদাম এবং শফিকুল ইসলামের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। ঝুটের দাহ্য ক্ষমতার কারণে দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়।

ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে মনিরুজ্জামান বুলবুলের প্রায় ৩০ লাখ এবং শফিকুল ইসলামের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ