kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন, ঘাতক আটক স্টাফ রিপোর্টার | ২ জুলাই ২০১৮, সোমবার, ৬:৩২ | কিশোরগঞ্জ সদর 


ঘাতক শাহ আলমকে আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কিশোরগঞ্জ শহরে মাদক সেবনে বাধা দেয়ায় স্বপন মিয়া (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক শাহ আলম মিয়াকে জনতা আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার দুপুর দুইটার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া রঙমিস্ত্রীর কাজ করতো। সে বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার চান্দু মিয়ার ছেলে।

অন্যদিকে ঘাতক শাহ আলম শহরতলীর বগাদিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তাকে আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, স্বপন দুপুর দুইটার দিকে বত্রিশ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে তাঁর বাসার সামনে চার-পাঁচজনকে নিয়ে আলাপ চারিতায় মগ্ন ছিল। এমন সময় হঠাৎ করে শাহ আলম ছুরি নিয়ে তাদের ধাওয়া করে। তাঁরা দৌড়ে পালানোর সময় কিছুদূও যেতেই স্বপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে শাহ আলম। স্থানীয়রা স্বপনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্বপন মারা গেছে কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পাঁচ-ছয়জনকে নিয়ে শাহ আলম আবার হাসপাতালে গিয়ে হামলা চালানোর চেষ্টা করে। এসময় নিহত স্বপনের স্বজনেরা শাহ আলমকে ঘিরে ফেলে এবং বেদম গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল প্রাঙ্গণ থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম বলেন, মাদক সেবনের কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলাকারী শাহ আলমকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ