kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০১৮, সোমবার, ৮:৩৪ | হোসেনপুর 


হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় কমল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটার  পৌর সদরের জিবেরগড় এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রামনগর গ্রামের করফুল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিবেরগড় এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ চলছে। এ সময় খোলা লরি গাড়ি থেকে খুঁটি নামাতে গিয়ে পা পিছলে খুঁটির নিচে চাপায় পড়ে গুরুতর আহত হয় কমল। এলাকাবাসী তাঁকে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমল পল্লী বিদ্যুতের নতুন লাইন সংস্কারের প্রকল্পে শ্রমিকের কাজ করত। তারঁ মরদেহ থানায় রাখা আছে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ