কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চার মাদকসেবীর দুই বছর করে কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৩ জুলাই ২০১৮, মঙ্গলবার, ১০:১১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে ১৭পিস ইয়াবাসহ চার মাদকসেবীকে আটকের পর প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জুলাই) রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিতরা হলো, রাকিব মাহবুব (৩৯), রিপন (৩০), রুবেল (৩০) ও আব্দুল্লাহ আল রুবেল (২৮)।

তাদের মধ্যে রাকিব মাহবুব (হিন্দু থেকে মুসলিম হয়েছেন) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার গোপাল নন্দীর ছেলে, রিপন কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আবুবকর মাষ্টারের ছেলে, রুবেল কিশোরগঞ্জ শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকার রমজানের ছেলে এবং আব্দুল্লাহ আল রুবেল কিশোরগঞ্জ শহরতলীর নগুয়া বটতলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বলেন, সোমবার (২ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জ র‍্যাব-১৪ টীমসহ মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযানে ১৭পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন আটক করি। এরা একসাথে বসে মাদক সেবন করছিলেন। তাদের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর