কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, আটক ১

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৭ জুলাই ২০১৮, শনিবার, ১:৪৫ | হোসেনপুর 


হোসেনপুরে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা, ১২টি মোবাইল ফোন ও ৪০ হাজার টাকার রিচার্জ কার্ড ছিনতাই করার অভিযোগে প্রত্যয় (২৪) নামের এক যুবককে জনতা আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া প্রত্যয় উপজেলা নামা সিদলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার (৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার হোগলা কান্দি বোর্ড বাজারের প্রমা টেলিকমের মালিক মো. ফরিদ উদ্দিন প্রতিদিনের মত বাড়ি ফিরছিলেন। পথে বোর্ড বাজার থেকে এক কিলোমিটার দূরের রাস্তায় পাঠান বাড়ির পিছনে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তার টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ফরিদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে যাওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে জনতার ধাওয়ায় প্রত্যয় নামের এক ছিনতাইকারী হোগলাকান্দি হামিদুলের বাড়ির টয়লেটে আত্মগোপন করলে, সেখান থেকে জনতা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার করে জনতা।

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, প্রত্যয়কে জিজ্ঞাসাবাদ চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর