কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৯ জুলাই ২০১৮, সোমবার, ১:০২ | কুলিয়ারচর 


জামেনা খাতুন (৬৫) নামে কুলিয়ারচরের এক নারী মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ জুলাই) রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত মাদক ব্যবসায়ী জামেনা খাতুন কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, রোববার (৮ জুলাই) রাত ১১টায় কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণসহ কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ জামেনা খাতুন আটক হন। তিনি এই গাঁজা পুড়িয়া বানিয়ে পলিথিনের ব্যাগে ভরে কোমড়ে গুজে ঘুরেন এবং বিক্রয় করেন। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর