কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

 ইটনা সংবাদদাতা | ১১ জুলাই ২০১৮, বুধবার, ৩:০৭ | ইটনা  


ইটনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান খান।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার রহমত আলী, বাদলা ইউপি চেয়ারম্যান মো. গুনী মিয়া, মৃগা ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, সূর্যের হাসি কিনিক (স্বনির্ভর) ম্যানেজার শরাফত আলী, মেরী স্টোপস প্রজেক্ট কো-অর্ডিনেটর আলতাফুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী হিসেবে মৃগা ইউপির এফডব্লিউভি রোকেয়াকে সনদ দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর