কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের ২৮৪১টি কেন্দ্রে পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

 স্টাফ রিপোর্টার | ১১ জুলাই ২০১৮, বুধবার, ৩:১৪ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জ জেলায় ৬-৫৯ মাস বয়সী চার লাখ ৯৯ হাজার শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৪ই জুলাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪১হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৮৪১টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের ডেপুটি সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, ইপিআই সুপার বিমল চন্দ্র রায়, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর