kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে ৫৪ লাখ টাকার অনুদান বিতরণ স্টাফ রিপোর্টার | ১১ জুলাই ২০১৮, বুধবার, ১০:০৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগির এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে জেলা সমাজসেবা অধিদপ্তর মোট সাড়ে ৫৪ লাখ ১৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সমাজসেবার উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে রোগি ও তাদের স্বজন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ুন কবীর, শহর সমাজসেবা অফিসার সালমা খানম প্রমুখ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগিদের ১৩ লাখ টাকা ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে ৪১ লাখ ১৯ হাজার টাকাসহ সর্বমোট ৫৪ লাখ ১৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ