কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে সিএইচসিপি’দের অবস্থান কর্মসূচি

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২২ জানুয়ারি ২০১৮, সোমবার, ১১:৫৪ | হোসেনপুর 


কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের দাবিতে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সিএইচসিপি’রা।

কেন্দ্রীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের ডাকে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচির সোমবার ছিল তৃতীয় দিন।

চাকরি জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটির হোসেনপুর উপজেলা সভাপতি আল ইমরান বলেন, তিন দিনের কর্মসূিচর পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) কিশোরগঞ্জ সির্ভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও চাকরি জাতীয়করণের আশ্বাস না পাওয়া গেলে পরবর্তীতে আরো ৩ দিন কর্মবিরতি পালন শেষে পরবর্তী কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানসহ আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর