কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভোরের আলো সাহিত্য আসরের সাহিত্য সভা

 স্টাফ রিপোর্টার | ১৩ জুলাই ২০১৮, শুক্রবার, ৫:৩৬ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৪৯৭তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন।

সাহিত্য সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা।

ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় সাহিত্য সভার আলোচনা পর্বে আসরের পৃষ্ঠপোষক মো. শফিউল আলম, সহ-সভাপতি কবি ও ব্যাংকার মো. মোতাহের হোসেন, সহ-সম্পাদক সাংবাদিক মো. শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিল্পী নিরব রিপন, সুমন হরিজন প্রমুখ অংশ নেন।

সভায় আসরের সভাপতি মো. আজিজুর রহমানের বোন ইন্তেকাল করায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া সংগঠনের ৫০০তম আসরটি বৃহৎ কলেবরে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়।

সভায় উপস্থিত কবি-সাহিত্যিকগণ কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন এবং শিল্পী নিরব রিপন সংগীত পরিবেশন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর