কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পানানের মেয়েরা ও গাবরগাঁও এর ছেলেরা চ্যাম্পিয়ন

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ১৬ জুলাই ২০১৮, সোমবার, ১০:১৬ | খেলাধুলা 


হোসেনপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে ছাত্রীদের খেলায় পানান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বিকালে উপজেলার ঢেকিয়া খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় পানান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে চরহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ছাত্রদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গাবরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। চূড়ান্ত খেলায় গাবরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে নামা সাহেদল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা পরিযদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, সহকারী কমিশনার(ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা প্রকৌশলী এজেডএম রকিবুল আহসান, উপজেলা আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক ও সাহেদল ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুবুল হক প্রমুখ।

এতে অন্যদের উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর