কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সরাসরি ভোটে নারী এমপি দাবি মহিলা পরিষদের

 স্টাফ রিপোর্টার | ১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৫:৪৪ | নারী 


সরাসরি ভোটে নারী এমপি নির্বাচনের বিধান প্রবর্তনের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ। মঙ্গলবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন থেকে সপ্তম সংশোধনী অনুসারে সংরক্ষিত আসনে নারী এমপির বিধান আরো ২৫ বছরের জন্য বহাল করার প্রতিবাদ জানানো হয়।

এসময় বলা হয়, এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে নারীদের পশ্চাতপদ ও পরনির্ভরশীল রাখার প্রকৃয়া আরো ২৫ বছরের জন্য বর্ধিত করা হলো। এভাবে নারীরা এগিয়ে যেতে পারবে না। বরং তারা প্রচলিত বিধানের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। সেই সঙ্গে এই বিধান বৃহৎ দলগুলোর বাইরে কোন যোগ্য নারী নেতৃত্ব গড়ে ওঠার পথে বড় ধরনের অন্তরায় সৃষ্টি করবে। কাজেই প্রকৃত অর্থে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা জরুরী কর্তব্য বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, অ্যাডভোকেট হামিদা বেগম, অধ্যক্ষ সাজিদা ইয়াসমিন, হাসিনা হায়দার চামেলী, মাসুমা আক্তার, ডা. রুবি রহমান প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর