কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গোপদিঘী ইউনিয়নের ৩০০ পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ

 স্টাফ রিপোর্টার | ২৩ জুলাই ২০১৮, সোমবার, ১১:২৫ | মিঠামইন 


হাওর উপজেলা মিঠামইনের গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৩০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ উপলক্ষে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী) তারেক কামাল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঈন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. জাঙ্গাহীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. মোশারফ হোসেন ডালিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কাউসার আহম্মেদ পাভেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাজী মুজিবুর রহমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর