কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভাটির স্বাস্থ্যদূত ডা. মীর মতিউর রহমান আর নেই

 স্টাফ রিপোর্টার | ২৩ জুলাই ২০১৮, সোমবার, ১১:২৮ | মিঠামইন 


মিঠামইন উপজেলার প্রত্যন্ত হাওর ইউনিয়ন কেওয়ারজোড়ের বাসিন্দা ডা. হাজী মীর মতিউর রহমান ওরফে মতি ডাক্তার (৯০) আর নেই। গত রবিবার মধ্য রাতে নিজ বাড়িতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত হাওর ইউনিয়ন কেওয়ারজোড়। ১০ গজ দূরের গ্রামে বর্ষায় যোগাযোগ বলতে নৌকার বিকল্প নেই। শুকনায় পায়ে হেঁটেই মাইলের পর মাইল পাড়ি দিতে হয়। শিক্ষা, চিকিৎসা বলতে আজকের সময়ে কল্পনারও বাইরে। সামান্য পেট ব্যথাতেও ঝাড়-ফুঁক ছাড়া উপায়হীন হাওর জনপদ। জঠিল রোগ মানেই মৃত্যু।

সেই সময়ে আধ্যাতিক সাধক মীর ইউসুফ আলীর ৮ পুত্রের বড়, ১ কন্যার ছোট মীর মতিউর রহমান তৎকালীন চিকিৎসা ক্ষেত্রের এমবিএইচ পাশ করেন। ২০ বছরের যুবক মীর মতিউর রহমান সুবিধা বঞ্চিত হাওরবাসির সেবায় আত্মোৎসর্গ করেন নিজেকে। শুকনা মৌসুমে দুর্গম হাওর পথে হেঁটে, বর্ষায় উম্মত্ত ঢেউ উপেক্ষা করে মাইলের পর মাইল ছুটে চলেন রোগির বাড়ি। রোগি পরিবহনে নিজ উদ্যোগে চালু করেন বিশেষ নৌকা। ব্যক্তি সুবিধা গ্রহণের চেয়ে নেশায় পরিণত করেন অসহায়দের চিকিৎসা সেবাকেই।

নিজ এলাকা পেরিয়ে হাওর জনপদে তিনি হয়ে উঠেন স্বাস্থ্যদূত মতি ডাক্তার। ছিলেন সকল কুসংস্কারের সংস্কারকও। তাঁর উৎসাহ উদ্দীপনায় ভাইপো ভাস্কর ও গীতিকার বাদল, স্বপন, জাতীয় সংবাদকর্মি তোফায়েল, মোকাম্মেল, বাংলাদেশের প্রথম শ্রেণির কম্পিউটার প্রোগ্রামার আরিফসহ অসংখ্য শিল্প ও সাহিত্য কর্মির পৃষ্টপোষক হয়েছেন।

সোমবার দুপুরে এলাকার কাচারী বাজারে জানাজা শেষে তাকে দাফন করা হয় কেওয়ারজোড় গ্রামের গোরস্থানে।

ব্যক্তিগত জীবনে ৬ পুত্র আর ৩ কন্যার জনক এই অকুতোভয়, স্বল্পভাষি মানুষটির মৃত্যুতে হাওর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর